শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

অস্ট্রেলিয়া দলের সফর নিয়ে শঙ্কা দেখছেন না আকরাম

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
অস্ট্রেলিয়া দলের সফর নিয়ে শঙ্কা দেখছেন না আকরাম

২৯শে জুলাই বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। সফরে খেলার কথা রয়েছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে আসার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নানা শর্ত পূরণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরমধ্যে কঠিন তিন শর্তও মেনে নিয়েছে বিসিবি। দাবিগুলোর মধ্যে প্রথমটি হলো- সব ম্যাচ হবে এক ভেন্যুতে মিরপুর শেরেবাংলা মাঠে। দ্বিতীয় শর্ত বিমানবন্দরে ইমিগ্রেশনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কেউ দাঁড়াবেন না। সরাসরি চলে আসবেন হোটেলে। আর সবচেয়ে কঠিন দাবি অজি দল যে হোটেলে থাকবে সেখানে তারা ছাড়া আর কোনো অতিথি থাকতে পারবেন না।
এই শর্ত মানতে হলে শুধুমাত্র হোটেলের জন্যই বিসিবিকে গুনতে হবে প্রায় তিন কোটি টাকার ভাড়া। তবে এখনো ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কোনো অনুষ্ঠানিকভাবে সফরে আসার বিষয়ে কোনো কিছুই জানানো হয়নি। সেই সঙ্গে বাংলাদেশের করোনা পরিস্থির অবনতি হওয়াতে শেষ পর্যন্ত সফর নিয়ে শঙ্কার গুঞ্জন রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো শঙ্কা দেখছেন না ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের যে চাওয়াগুলো ছিল তা নিয়ে আমরা কাজ করেছি। সবকিছু ঠিক থাকলে তারা সফরে আসছে। আমি অন্তত এখন পর্যন্ত এই সফর না হওয়ার কোনো শঙ্কা দেখছি না।’
অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য বায়ো বাবলে থাকার শর্ত দিয়েছে। যাকে বাড়াবাড়ি হিসেবেই দেখা হচ্ছে। আর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এত দাবি যে, সেগুলো পূরণ করতে বিসিবিকে হিমশিম খেতে হচ্ছে বলেই জানা গেছে। তবে আকরাম খান বলছেন অস্ট্রেলিয়া সফরটি যেন নিশ্চিত হয় ও কোনো ঝামেলা না হয় তার জন্যই তাদের কিছু চাওয়ার কথা বিসিবিকে জানিয়েছে। যা পূরণ হলে দুই দলের ক্রিকেটারদের জন্য উপকার বলে মনে করেন আকরাম। তিনি বলেন, ‘দেখেন করোনার কারণে পাকিস্তান- ইংল্যান্ড ও ভারত-শ্রীলঙ্কার সিরিজ কিন্তু পিছিয়েছে। অস্ট্রেলিয়া তাই চেয়েছে বাংলাদেশের ক্রিকেটারও যেন করোনা মুক্ত পরিবেশে থাকে। আর সিরিজটি সঠিক সময়ে হয়। এতে খারাপের কিছু দেখছি না। আর এক কথা হলো অস্ট্রেলিয়ার চাওয়াগুলো এমন নয় যে, পূরণ না হলে তারা আসবে না। আশা করি অস্ট্রেলিয়া সময় মতোই বাংলাদেশ সফরে আসবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English