যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস রাষ্ট্রপক্ষে দু’জনের সাক্ষ্যগ্রহণ করেন। একইসঙ্গে আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এসব তথ্য জানান। তিনি বলেন, আদালতে সাক্ষ্য দেন এসআই মো. জামাল এবং হাবিবুর রহমান। এ নিয়ে মামলাটিতে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
গত ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১ এর এসআই আরিফুজ্জামান আসামিদের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট জমা দেন। গত ২৩ আগস্ট একই আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অস্ত্র মামলায় চার্জ গঠনের আদেশ দেন।