শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

অ্যাকাউন্ট হ্যাক, সাইবার ক্রাইমের দ্বারস্থ চাঁদনী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৫৫ জন নিউজটি পড়েছেন
অ্যাকাউন্ট হ্যাক, সাইবার ক্রাইমের দ্বারস্থ চাঁদনী

সাইবার ক্রাইমের শিকার হয়েছেন জনপ্রিয় মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। গতকাল (২১ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন চাঁদনী। আজ সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। গত বছরের ১২ই নভেম্বর তার ফেসবুক এবং মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়। এরপর চলতি বছরের ২৫শে জানুয়ারি তিনি ভাটারা থানায় জিডি করেছিলেন। চাঁদনীর দাবি, ফেসবুক এবং মেইল অ্যাকাউন্ট হ্যাক করে তার ছবি, ভিডিওসহ সমস্ত ডকুমেন্টস নিয়ে গেছে হ্যাকার। এমনকি অনেক অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। অন্য মেয়েদের ছবি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড দিচ্ছে।
হ্যাকার একজন নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার বলেও জানতে পেরেছেন চাঁদনী। ঐ নৃত্যশিল্পী, কোরিওগ্রাফারের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও সেরে ফেলেছেন তিনি। চাঁদনী বলেন, আমি ডিবি পুলিশের সঙ্গে কথা বলেছি। ওনারা খুব শিগগিরই যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। কে হ্যাক করেছে সেটা পুরোপুরি নিশ্চিত হয়ে এখন ব্যবস্থা নিচ্ছি। তাকে সম্মান দেয়ার খাতিরে এতোদিন দেরি করেছি এবং সব সহ্য রেখেছি। এর আগে, ভাটারা থানায় করা জিডিতে চাঁদনী উল্লেখ করেন, তার ফেসবুক এবং মেইল আইডি থেকে কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সে দায়ী থাকবো না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English