একদিনের ব্যবধানে আরেক সিটি তারকাকে দলে ভেড়ালো বার্সেলোনা। সার্জিও অ্যাগুয়েরোর পর এবার এরিক গার্সিয়া যোগ দিলেন ন্যু-ক্যাম্পে। ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন বছর কুড়ির গার্সিয়া।
মঙ্গলবার (১লা জুন) বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, ‘আমরা এরিক গার্সিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছি। সে আজ (১লা জুন) থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের খেলোয়াড় বিবেচিত হবে। চুক্তি অনুসারে ২০২৫/২৬ মৌসুম পর্যন্ত থাকবে সে।’
গার্সিয়ার ফুটবল ক্যারিয়ার শুরু হয় স্পেনেই। ২০০৮ সালে বার্সেলোনার যুব দলে যোগ দেন তিনি। এরপর ২০১৬ সালে অনূর্ধ্ব-১৬তে সুযোগ পান গার্সিয়া। এরপর ২০১৭ সালের ১লা জুলাই স্পেন ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান।
যোগ দেন ম্যানচেস্টার সিটির অনুর্ধ্ব-১৮ দলে। ঠিক দু’বছর পর জায়গা পান পেপ গার্দিওলার মূল দলে।
ন্যু-ক্যাম্পে যুবক গার্সিয়ার কিছু ভিডিও সংযুক্ত করে নিজেদের টুইটারে পোস্ট করেছে বার্সেলোনা। ভিডিওটির শিরোনামে তারা লিখে, ‘বাড়ি সেখানেই, যেখানে মন পড়ে থাকে।’
গার্সিয়া ম্যান সিটির জার্সিতে এখন পর্যন্ত ৩৫টি ম্যাচে খেলেছেন। এছাড়া সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস লীগে ১২টি ম্যাচে স্কাই-ব্লুজদের ডিফেন্স সামলেছেন।
গত বছরের সেপ্টেম্বরে স্পেন জাতীয় দলে অভিষেক হয় গার্সিয়ার। আন্তর্জাতিক ফুটবলে সাতটি ম্যাচ খেলেছেন তিনি। লুইস এনরিকের ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপের দলেও ছিলেন এই তরুণ সেন্টার ব্যাক।