সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

আইফেল টাওয়ারের কাছে ৮০০ কোটি টাকার প্রাসাদ কিনছেন মরক্কোর বাদশা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বাদশা হিসেবে পরিচিত ষষ্ঠ মোহাম্মদ। তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের আইফেল টাওয়ারের কাছে প্রাসাদতুল্য একটি ভবন কিনছেন। প্রাসাদটির আগের মালিক ছিল সৌদি রাজপরিবার। তাদের কাছ থেকে সরাসরি প্রাসাদটি কিনছেন মরক্কোর বাদশা। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্যারিসের ওই ভবনটি কিনতে মরক্কোর বাদশা খরচ করছেন ৯ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা।

বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের কাছে অবস্থিত ওই প্রাসাদে ১২টি শোয়ার ঘর, একটি সুইমিং পুল, খেলার ঘর, ব্যক্তিগত বাগান ও ব্যক্তিগত পার্কিং সুবিধা রয়েছে।

বিবিসির তথ্য অনুযায়ী, মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের তুলনায় ১০ গুণ বেশি।

করোনাভাইরাস মহামারিতে মরক্কোর অর্থনীতি ৬ শতাংশ সংকুচিত হয়েছে। এ পরিস্থিতিতেও দেশের বাইরে প্রাসাদ কিনেছেন তিনি।

গত আগস্ট মাসে মরক্কোর বাদশা বলেন, করোনা মহামারি থেকে অর্থনীতি পুনরুদ্ধারে ৩২০০ কোটি মার্কিন ডলার দেওয়া হচ্ছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের আরব বসন্তের পর মরক্কোর বাদশাহ ষষ্ঠ মোহাম্মদ বেশ কিছু সংস্কার কর্মসূচির কথা ঘোষণা করেন। নতুন সংবিধান হয়, পার্লামেন্ট ও প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়ানো হয়। মরক্কোর বাদশাহকে মানুষ দেখেন রাজনীতির ঊর্ধ্বে। মরক্কোর সেনাবাহিনীকেও রাজার প্রতি অনুগত বলে মনে করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English