পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে চলতি মাসেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট আলাসানা ওয়াত্তারার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আগেই এই নির্বাচন বয়কটের ঘোষণা দিলেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ওয়াত্তারার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হলেন সাবেক রাষ্ট্রপ্রধান হেনরি কোনান বি ডাই ও সাবেক প্রধানমন্ত্রী প্যাসকল আফি এনগেসান। তাঁরা যৌথ সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা দেন।
হেনরি ও প্যাসকল তাঁদের সমর্থকদের ‘নির্বাচনী অভ্যুত্থান’ আটকে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
৩১ অক্টোবর ওই প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছেন ওয়াত্তারা। তাঁর বিরোধী পক্ষ বলছে, ওয়াত্তারার তৃতীয়বারের মতো নির্বাচনে দাঁড়ানোর বিষয়টি অবৈধ।
দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনই ভোট বয়কটের ঘোষণা আসায় আইভরি কোস্টে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে।
২০১০ সালে প্রেসিডেন্ট ওয়াত্তারা প্রথম ক্ষমতা গ্রহণ করলে দেশটিতে নির্বাচনী সহিংসতা ছড়িয়ে পড়ে। সেই সহিংসতায় প্রায় তিন হাজার মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হয়েছিল লাখো মানুষ।
ওয়াত্তারার প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এখন মাঠে মাত্র একজন বিরোধী প্রার্থী আছেন। আগে বেশ কয়েকজন প্রার্থীকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অযোগ্য ঘোষণা করা হয়।