‘ফাঁসি চাই ফাঁসি চাই, আকবরের ফাঁসি চাই’ স্লোগানে মুখর হয়ে উঠেছে সিলেটের আদালত চত্বর। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশের বহিষ্কৃত উপ-পরিদর্শক আকবর হোসেন ভূঁইয়াকে গ্রেফতার করে আদালতে হাজিরের পর থেকে আদালত প্রাঙ্গণে ভিড় করেছে উৎসুক জনতা।
মঙ্গলবার দুপুরে সিলেট আদালত চত্বরে পুলিশি নিরাপত্তার মধ্যে বিক্ষোভ করে উপস্থিত জনতা। এ সময় শতাধিক মানুষকে আকবরের ফাঁসি চেয়ে স্লোগান দিতে দেখা গেছে।
সরজমিনে দেখা যায়, উপস্থিত জনতা আকবরকে দেখা মাত্র ‘ফাঁসি চাই’ বলে স্লোগান দিতে শুরু করে। তবে পুলিশ তৎপর থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।