শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

আগামীকাল চবির অনলাইন ক্লাস শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাসের কারণে প্রায় সাড়ে পাঁচমাস বন্ধ থাকার পর অনলাইনে পাঠদান কার্যক্রম শুরু করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। গত ২০ আগস্ট ডিনস কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্তে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে হিসেবে রবিবার (৬ সেপ্টেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে অনলাইন পাঠদান কার্যক্রম।

বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসানের ভাষ্যমতে আংশিকভাবে শুরু হবে এ কার্যক্রম। যেখানে প্রত্যেকটা বিভাগের প্রতিটা কোর্স একসাথে শুরু করাটা সম্ভব হবে না। কারণ একসাথে সব কোর্স শুরু করতে যে পলিসি বা নির্দেশনা প্রয়োজন তা এখনও প্রস্তুত হয়নি। তিনি আরও জানান, এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে জুম অ্যাপের মাধ্যমে। শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগ থেকে এ সম্পর্কিত তথ্য ও নির্দেশনা পাবে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, অনেক শিক্ষার্থী এই অনলাইন ক্লাস নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন। বেশকিছু বিভাগের শিক্ষার্থীরা নিজ বিভাগ থেকে এখনও পর্যন্ত এ সংশ্লিষ্ট কোনো তথ্য বা নির্দেশনা পাননি। আবার কিছু শিক্ষার্থীর দাবি, তারা এই ছুটিতে প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করায় নেটওয়ার্ক জনিত সমস্যায় পড়তে হবে। পাশাপাশি ডাটাপ্যাকের উচ্চমূল্যের কারণে আর্থিক ভাবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়বেন বিড়ম্বনায়।

এ ব্যাপারে সন্দ্বীপ উপজেলার উড়িরচরে অবস্থান করা যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুর নবী রবিন বলেন, আমরা যারা গ্রামে চলে এসেছি তাদের পক্ষে ইন্টারনেটে ক্লাস করা অনেকটা সম্ভব। কারণ গ্রামে ইন্টারনেটের গতি খুবই কম। আমাদের এখানে বিদ্যুৎ নেই। ফলে ঠিকমতো মোবাইল বা কম্পিউটার চার্জও করতে পারি না। তাছাড়া টেলিকম কোম্পানিগুলোর ডাটা প্যাকের যে দাম, সবার পক্ষে ডাটা প্যাক কেনাও সম্ভব না। কর্তৃপক্ষের উচিত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় ইন্টারনেট ডাটা সরবরাহ করা।

এদিকে অনেক শিক্ষার্থীর ডিভাইস সংক্রান্ত সমস্যা সমাধানে তালিকা নিলেও এখনও পর্যন্ত সেটা শিক্ষার্থীদের হাত পর্যন্ত পৌঁছেনি৷

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের ডিভাইস সংক্রান্ত সমস্যা সমাধানে ইউজিসির দেওয়া বিজ্ঞপ্তি প্রকাশের পর চার হাজার আবেদন জমা হয়। যেগুলো ইউজিসির কাছে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এটা কবে নাগাদ শিক্ষার্থীদের হাতে আসবে এ ব্যাপারে তারা ওয়াকিবহাল নন। এমতাবস্থায় এই অনলাইন ক্লাস কতটা ফলপ্রসূ হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকির হোসাইন দৈনিক বলেন, অনেকদিন পর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে সেটা আশার বিষয়৷ তবে কিছু সীমাবদ্ধ তো থেকেই যায়। তবে এটাকে অতিক্রম করতে কর্তৃপক্ষের উচিৎ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া আশা প্রকাশ করে বলেন, আমরা শুরু করেছি। খুব শিগগির সব বাঁধা কাটিয়ে সকল শিক্ষার্থীকে এই অনলাইন ক্লাসের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English