বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

আগৈলঝাড়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু

আগৈলঝাড়া প্রতিনিধিঃ এস এম শামীম
  • প্রকাশিতঃ শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৬১ জন নিউজটি পড়েছেন
আগৈলঝাড়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় করোনা উপস্বর্গ নিয়ে অসুস্থ অবস্থায় প্রতিবন্ধী ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত বারোটায় উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের দুলাল মল্লিকের ছেলে প্রতিবন্ধী মিজান মল্লিক (২৭) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপস্বর্গ নিয়ে মৃত্যুবরন করে। প্রতিবন্ধী মিজানের মৃতদেহ নিয়ে বাড়িতে গেলে তখন ছেলের মৃত্যুর খবর শুনে মা সুফিয়া বেগম (৫৫) সেরাল গ্রামের নিজ বাড়িতে রাত ২টার সময় মৃত্যুবরন করে।

তাঁদের স্বজন নান্না মল্লিক জানান, তাদের পরিবারের সকলে গত কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। কিন্তু প্রতিবন্ধী মিজান ও তাঁর মা সুফিয়া বেগম জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান দিপু জানান, রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ওই রোগীর প্রেসার এবং অক্সিজেন কমে গেলে তাকে অক্সিজেন সরবরাহ করা হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে।

শনিবার বাদ যোহর সেরাল গ্রামের নিজ বাড়িতে ছেলে ও তাঁর মায়ের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English