আগামী ৭ আগষ্ট থেকে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলায় শতভাগ কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষে উপজেলা করোনা ভাইরাস ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে প্রশিক্ষন হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটক, ডাঃ সৈকত জয়ধর, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জামাল হোসেন, মো. গিয়াস উদ্দিন হাওলাদার, রুফাইদা আক্তার, সিমচন বাড়ৈ, ইউছুব সরদার, কানিজ ফাতেমা, আলামিন হোসেন, নুরুন নাহার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক নীল কান্ত হালদার, রমা রানী রায়, বদরুননেছা আক্তার, শ্যাম কান্ত সমদ্দার প্রমুখ।
শেষে ইউনিয়ন বাস্তবায়ন কমিটি গঠন, গণসচেতনতায় মাইকিং, মাস্ক পড়া, স্যানিটাইজার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তুতি সভায় ৫ ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক ২জন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ৫জন ও স্বাস্থ্য সহকারী ২০জনসহ মোট ২৭ জন অংশগ্রহন করে।