বরেণ্য নাট্যকার, নির্দেশক, অভিনেতা মামুনুর রশীদ আজীবন সম্মাননা পাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম আরটিভি স্টার অ্যাওয়ার্ড। এ অনুষ্ঠানেই তার হাতে তুলে দেয়া হবে সম্মাননাটি।
এ প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, যে কোনো পুরস্কার কিংবা সম্মাননাই আনন্দের। এ সম্মাননাও বেশ প্রশান্তির। আরটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে আজীবন সম্মাননা দেয়ার জন্য।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন মামুনুর রশীদ। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় ‘হাওয়াই মিঠাই’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।
এটি নাগরিক টিভিতে প্রচারিত হচ্ছে। সম্প্রতি তৌকীর আহমেদের পরিচালনায় ‘স্ফুলিঙ্গ’ নামের ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।
এছাড়া গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত ‘পাপপূন্য’ এবং নুর ইমরান মিঠুর পরিচালনায় ‘পাতাল ঘর’ নামের ছবি দুটিতেও অভিনয় করেছেন। এগুলো মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া তার রচনায় বিটিভিতে নির্মিত হচ্ছে ‘জিন্দাবাহার’ নামের একটি ধারাবাহিক নাটক। এটি পরিচালনা করছেন জুয়েল আজিম।