শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

আতঙ্ক যেন পিছু ছাড়ছে না: জ্যাকুলিন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বের বিনোদন জগত ছিল বন্ধ। নেই সিনেমা মুক্তি, শুটিং। তারকারাও এতদিন ছিলেন ঘরবন্দি। সেই বিরতির পর আবারো শুরু হচ্ছে শুটিং। বলিউড এরইমধ্যে সবকিছু স্বাভাবিকের দিকে যাচ্ছে। তবে সতর্কতা মেনেই কাজ করছেন সবাই। তবু এরমধ্যেই খবর আসছে করোনা প্রভাবের। আনলক পর্ব শুরু হতেই শুটিংয়ের কাজ শুরু করেন জ্যাকুলিন ফার্নেন্দার। একটি ব্র্যান্ডের শুটিংয়ের কাজ শুরু করতেই, করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয় জ্যাকুলিনের প্রায় পুরো ইউনিটকে।

শ্যুটিং শুরুর আগেই জ্যাকুলিনসহ সংশ্লিষ্ট ইউনিটকে কোভিড পরীক্ষা করানো হয়। যেখানে ২ জনের শরীরে করোনা থাবা বসিয়েছে বলে জানা যায়।

তবে জ্যাকুলিন ভাল আছেন। তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান অভিনেত্রী। শুটিং ইউনিটের যে ২ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে, তাদের কোয়ারেন্টিন করা হয়েছে। বিএমসির তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে। সেই কারণে বিএমসিকে ধন্যবাদও জানান জ্যাকুলিন। তিনি বলেন, ‘অনেকদিন পর কাজে ফিরে বেশ ভালো লাগছিল। কিন্তু আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। আমাদের ২জন্য করোনা পজিটিভ। আমি যদিও ভালো আছি। কিন্তু তাদের জন্য খারাপ লাগছে। আশা করি সবাই সুস্থ্য হয়ে আবারো কাজে ফিরবেন। অন্যান্য কাজের ব্যাপারেও বিষয়টি নজর দিচ্ছি। যেন এমন ঘটনা না ঘটে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English