চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের পর এবার আদালতেও হারতে হলো রিয়াল মাদ্রিদকে। লা লিগার বিপক্ষে টেলিভিশন স্বত্ব থেকে আয় করা অর্থ সংক্রান্ত এক মামলায় হেরে গেছে স্প্যানিশ জায়ান্টরা।
বৃহস্পতিবার লা লিগা বিষয়টি নিশ্চিত করলেও এখনও মুখ খুলেনি রিয়াল কর্তৃপক্ষ।
লিগের কিছু আইন টেলিভিশন স্বত্বের সঙ্গে সাংঘর্ষিক তাই সেগুলো বাতিল করার দাবি নিয়ে আদালতে যায় রিয়াল মাদ্রিদ। এসময় ক্ষতিপূরণ হিসেবে ২৩ মিলিয়ন ইউরো তথা ২৭.৭ মিলিয়ন ডলারও দাবি করে তারা। তবে আদালত তা বাতিল করে দেয়।
মামলাটি জেতার পর লিগ কর্তৃপক্ষ জানায়, টেলিভিশন স্বত্ব থেকে আয় করা অর্থ দিয়ে অন্যসব দলের লাভ হবে সেটি মাথায় রেখেই তাদের আইন প্রনোয়ণ করা হয়েছ।
বুধবার রাতে চেলসির মাঠে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার লড়াই থেকে হারতে হয় লস ব্লাঙ্কোসদের।