বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

আন্তনগর ট্রেনের আসন বৃদ্ধির দাবিতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

নরসিংদীর রায়পুরায় দুটি আন্তনগর ট্রেনের আসন বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ সোমবার দুপুরে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এই মানববন্ধন হয়।

রায়পুরা উপজেলার কয়েকজন বাসিন্দা বলেন, রায়পুরা উপজেলায় প্রায় পাঁচ লাখ মানুষ বাস করে। উপজেলায় ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা আছে। সারা উপজেলায় ছয়টি রেলস্টেশন থাকলেও মেথিকান্দা রেলস্টেশন দিয়ে বেশি মানুষ যাতায়াত করে। স্টেশনটিতে ঢাকা-কিশোরগঞ্জ পথের আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ও এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেন দুটি যাত্রাবিরতি করে। এই স্টেশনের যাত্রীদের জন্য ট্রেন দুটির ১০টি করে আসন বরাদ্দ আছে। অথচ এই রেলস্টেশন দিয়ে প্রতিদিন কয়েক শ মানুষ ট্রেনে যাতায়াত করে।

স্থানীয় সূত্র জানায়, আসন না পেয়ে মেথিকান্দা রেলস্টেশন থেকে ট্রেনে ওঠে অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। এতে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের বেশি সমস্যা হয়। এ কারণে মেথিকান্দা স্টেশন থেকে ট্রেনের আসনসংখ্যা বাড়ানোর দাবিতে স্থানীয় দুই শতাধিক মানুষ মানববন্ধন করেন।

রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে মাত্র দুটি আন্তনগর ট্রেন যাত্রাবিরতি করে। যাত্রীদের তুলনায় ট্রেন দুটিকে অনেক কম আসন বরাদ্দ করা হয়েছে। তাই ট্রেনের আসনসংখ্যা বাড়ানোর দাবিতে উপজেলার বাসিন্দারা আন্দোলন শুরু করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১০৭ বছরের পুরোনো রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে মাত্র দুটি আন্তনগর ট্রেন যাত্রাবিরতি করে। যাত্রীদের তুলনায় ট্রেন দুটিকে অনেক কম আসন বরাদ্দ করা হয়েছে। তাই ট্রেনের আসনসংখ্যা বাড়ানোর দাবিতে উপজেলার বাসিন্দারা আন্দোলন শুরু করেছেন।

মানববন্ধনে বক্তব্য দেন রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, শ্রীরামপুর বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা ইফতেখার আহমেদ ভূঁইয়া, রায়পুরা সরকারি কলেজের সাবেক ভিপি মতিউর রহমান প্রমুখ।

মানববন্ধন চলাকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন তাঁর বক্তব্যে বলেন, মাত্র দুটি আন্তনগর ট্রেনের এই স্টেশনে যাত্রাবিরতি আছে। তা–ও আবার রায়পুরার যাত্রীদের জন্য আসন বরাদ্দ মাত্র ১০টি করে। যাত্রীর তুলনায় এই আসনসংখ্যা অত্যন্ত কম। বৃদ্ধ ও নারী যাত্রীদের কথা চিন্তা করে অনতিবিলম্বে ট্রেন দুটিকে রায়পুরার আসনসংখ্যা বাড়াতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English