মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে বৃহস্পতিবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলায় নানা কর্মসূচিতে সরকারি ও বেসরকারিভাবে দিবসটি পালন করে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠন। তবে এ বছর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত অনুষ্ঠান ও আলোচনা সভা হয়।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিক্ট ফোরামের (বিএসএএফ) উদ্যোগে পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএসএএফের প্রধান সমন্বয়ক মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ীর সভাপতিত্বে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, আওয়ামী যুব লীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ প্রমুখ।

এর পাশাপাশি রাজধানীর শাহবাগ চত্বরে মাদার জিন্নাথ ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ ছাড়া দিবসটি উপলক্ষে সিলেট কোর্ট পয়েন্টে বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English