অভিনেতা, নির্মাতা ও নাট্যকার- তিন মাধ্যমেই প্রশংসিত তৌকীর আহমেদ। তবে কিছুদিন থেকে নাটক নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। করোনার কারণে নির্মাণের ব্যস্ততা কম থাকায় এ সময়ে তাই অভিনয়ে সময় দিচ্ছেন।
এক বছরেরও বেশি সময় পর চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। এটির নাম ‘১৯৭৫’। পরিচালনা করছেন শামীম আহমেদ রনি। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে চলচ্চিত্রটির শুটিংয়ে অংশ নেন তিনি। এতে তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন।
এতে অভিনয় প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ছবিটির গল্প হিসেবে বেছে নেয়া হয়েছে একটি রাজনৈতিক বিষয়কে। আমিও একজন রাজনৈতিক নেতার চরিত্রে এতে অভিনয় করেছি। তবে এটি মুক্তির আগে বিস্তারিত বলতে চাচ্ছি না। আশা করছি ছবিটি দর্শকের আগ্রহেই থাকবে।
অন্যদিকে মাহমুদ দিদারের পরিচালনায় ‘বিউটি সার্কাস’ নামের একটি চলচ্চিত্রেও তাকে অভিনয়ে দেখা যাবে। এছাড়া এরই মধ্যে মানিক মানবিকের পরিচালনায় ‘ছেলেটি অদ্ভুত’ নামের সরকারি অনুদানে নির্মিত শিশুতোষ একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন।
অন্যদিকে কিছুদিন আগে এসএ হক অলিকের পরিচালনায় ‘কথা শুনতে হবে’ নামের একটি ঈদের নাটকেও অভিনয় করেছেন। নাটকটি ঈদে আরটিভিতে প্রচার হবে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত চ্যানেল আইতে প্রচার হবে তৌকীর আহমেদ পরিচালিত ‘রূপালী জোছনায়’ নামের নতুন ধারাবাহিক নাটক। এরই মধ্যে নতুন একটি চলচ্চিত্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা।