টানা দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন লিভারপুলের জুরগেন ক্লপ। সেরা কোচ হওয়ার লড়াইয়ে ক্লপ পেছনে ফেলেন বায়ার্ন মিউনিখের হান্স ফ্লিক ও লিডস ইউনাইটেডের মার্সেলো বিয়েলসা।
সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড ’ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
লিভারপুলকে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন ক্লপ। তবে যে সাফল্যের জন্য এই পুরস্কার সেটা ইংলিশ লিগে। চলতি বছর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল (২০১৯-২০)। যা ৩০ বছর পর। দারুণ সাফল্যের পর এবার তার স্বীকৃতি ক্লপ পেলেন ফিফা থেকে।
মেয়েদের ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন বাছাইপর্বে ১০ ম্যাচে শতভাগ জয়ে নেদারল্যান্ডসকে ২০২২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিয়ে যাওয়া সারিনা ভিগমান।
ফুটবল বিশ্বের সব জাতীয় দলের কোচ, অধিনায়ক, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও ফিফা ডটকমে নিবন্ধন করা ফুটবলপ্রেমীদের ভোটে বর্ষসেরা কোচ নির্বাচন করা হয়েছে।