শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

‘আমরা দুঃখিত’, দানিশের মৃত্যুতে শোকপ্রকাশ তালেবানের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৮৮ জন নিউজটি পড়েছেন
'আমরা দুঃখিত', দানিশের মৃত্যুতে শোকপ্রকাশ তালেবানের

দানিশ সিদ্দিকির মৃত্যুতে শোকপ্রকাশ করল তালেবান। সংগঠনটির তরফ থেকে জানানো হয়েছে, কীভাবে দানিশের মৃত্যু হলো, বিষয়টি তাদের অজানা। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আমরা সত্যিই জানি না কার চালানো গুলিতে ওই সাংবাদিকের মৃত্যু হয়েছে’।

তার সংযোজন, ‘যুদ্ধক্ষেত্রে প্রবেশ করার আগে যে কোনো সাংবাদিকের উচিত আমাদের বিষয়টি জানানো। তাহলে ওই ব্যক্তির সুরক্ষার দায়িত্ব আমাদের হবে। আমরা সঠিক যত্ন নিতে পারব। তবে ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। কিন্তু সাংবাদিকরা আমাদের না জানিয়েই যুদ্ধক্ষেত্রে আসছেন, এটাই আফশোস’।

শুক্রবার আফগান সেনা এবং তালেবানিদের যুদ্ধকালীন অবস্থা কভার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন রয়টার্সের সাংবাদিক দানিশ সিদ্দিকি।

এই প্রসঙ্গে আফগান কমান্ডার রয়টার্সকে জানায়, আফগান স্পেশাল ফোর্স মেইন মার্কেট এবং স্পিন বোল্ডাক এলাকার দখল বেইতার চেষ্টা করছিল। সংবাদ সংগ্রহের জন্য দানিশ উপস্থিত ছিলেন সেখানে। তালেবানিদের সাথে গুলির লড়াইয়ের দরুন ৩৮ বছর বয়সী দানিশের মৃত্যু হয়, বলেই জানিয়েছে ওই দেশের সেনা।

এ প্রসঙ্গে রয়টার্সের প্রেসিডেন্ট এবং এডিটর ইন চিফ যৌথ বিবৃতি দিয়ে বলেন, আমরা সমস্ত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। আফগান কর্তৃপক্ষের সাথে কথাবার্তা চলছে। দানিশ একজন প্রতিভাবান সাংবাদিকের পাশাপাশি ভালো স্বামী, ভালো বাবা ও দুর্দান্ত সহকর্মী ছিলেন। তার পরিবারের সমব্যথী আমরা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ইতোমধ্যেই দানিশের লাশ আইসিআরসি এর হাতে তুলে দিয়েছে তালেবান। ভারতের হাতে সাংবাদিকের লাশ তুলে দেয়ার ব্যবস্থাও করা হয়েছে। ভারত সরকার দানিশের লাশ ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বলেই খবর।

উল্লেখ্য, দানিশ সিদ্দিকিকে বিশ্বের সেরা চিত্র সাংবাদিকদের মধ্যে গণ্য করা হতো। তিনি বর্তমানে একটি আন্তর্জাতিক সংস্থার হয়ে কাজ করছিলেন। সাম্প্রতিক আফগানিস্তানের পরিস্থিতি কভারেজের জন্য সেখানে গিয়েছিলেন সিদ্দিকি। সম্প্রতি, নিজের টুইটার হ্যাণ্ডেলে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেছিলেন দানিশ।

রোহিঙ্গা ইস্যুর সময় দারুণ কাজ করার জন্য পুলিৎজার সম্মান পান এই ভারতীয় চিত্র সাংবাদিক। প্রথম জীবনে টিভি সাংবাদিক হিসাবে নিজের কাজ শুরু করেছিলেন সিদ্দিকি। পরবর্তীতে তিনি চিত্র সাংবাদিক হিসেবে কাজ করতে থাকেন। একাধিক বড় সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English