সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

আমার কোনো গডফাদার নেই: তামান্না

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
  • ৫৭ জন নিউজটি পড়েছেন

স্বজনপ্রীতির অভিযোগে জর্জরিত বলিউড। এ অভিযোগে প্রায়ই তেঁতে ওঠে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। অভিযোগকারীদের তিরে বিদ্ধ হন তারকাসন্তানেরা। কিন্তু কেউ কেউ আছেন, এই ইন্ডাস্ট্রিকে দেখছেন অন্য দৃষ্টিতে। শুধু ফলাও করে ইন্ডাস্ট্রির নেতিবাচকতা তুলে ধরছেন না, বরং এটি যে ভালো–খারাপ দুইয়ের মিশেল, তা বোঝার চেষ্টা করছেন। সেই অভিনয়শিল্পীদের দলে দক্ষিণ ভারতীয় তারকা তামান্না ভাটিয়া।

তামান্নার মতে, ‘একটি ইন্ডাস্ট্রির সবকিছু খারাপ নয়। আবার সবকিছু ভালোও নয়। ভালো–খারাপের মিশেল থাকে সব জায়গায়। তবে দিন শেষে আপনাকে কাজ দিয়েই বিচার করা হবে।’ তিনি বলেন, ‘আমি মনে করি, ইন্ডাস্ট্রির জন্য সময়টা খুব খারাপ যাচ্ছে। সবকিছুর জন্য শুধু চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকেই দোষারোপ করা ভুল। বিষয়টি এমন যে ইন্ডাস্ট্রিকে নিয়ে সবাই খুব সহজেই যেকোনো কিছু বলতে পারে। কিন্তু ভালো ও খারাপ সব জায়গায়তেই আছে।’

বলিউডে পারিবারিক প্রভাব কিংবা মাফিয়াদের নিয়ন্ত্রণও নতুন করে আলোচনায় উঠে এসেছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে। বলিউডের ভেতর ও বাইরের শিল্পীদের সুযোগ পাওয়া নিয়ে বিতর্ক উঠেছে। তামান্না বলেন, ‘হ্যাঁ, আমি এই ইন্ডাস্ট্রির ভেতরের লোক নই। আমার কোনো গডফাদার কিংবা অভিভাবকও নেই। আমি নিজেই নিজের কাজ করেছি। কিন্তু আমি দর্শকের কাছ থেকে যে সুযোগ, ভালোবাসা ও প্রশংসা পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ। এটি আমি কখনো আশা করিনি। সুতরাং, আপনি যদি হাল ছেড়ে না দেন, কঠিন পরিশ্রম করেন এবং মেধাবী হন, অবশ্যই আপনি টিকে যাবেন। সঠিক চেষ্টাকে সবাই দাম দেয়।’

তামান্না আরও বলেন, ‘আমার সৌভাগ্য যে আমি বাহুবলীর মতো ছবিতে সুযোগ পেয়েছি। যা ভারতের বক্সঅফিসে মারকুটে ব্যবসা করেছে। আমি মনে করি, আপনি ইন্ডাস্ট্রির বাইরের নাকি ভেতরের, এটি কোনো বিষয় না। বিশেষ করে এই সময় তো খুবই সুযোগে ভরপুর। কেননা, এখন অসাধারণ সব কনটেন্ট তৈরি হয়, যার মূল ভিত্তিই থাকে মেধা। আমি মনে করি, ইন্ডাস্ট্রির ভেতরের লোক হওয়ার সুবাদে বেশি সুযোগ পাওয়ার কোনো পথ তৈরি হয় না। আজকের দিনের বেশির ভাগ বড় তারকাই ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা। একমাত্র ভালো কাজ ও মেধাই বিক্রি হয়।’

নতুন স্বাভাবিকে তামান্না ব্যস্ত বেশ কয়েকটি কাজ নিয়ে। এর মধ্যে আছে তেলুগু ও হিন্দি ছবি। দ্যাট ইজ মহালক্ষ্মী, বোলে চুড়িয়া, সিটিমার, গুর্থান্ডা সেথাকালাম ও আন্ধাধুন ছবির তেলুগু রিমেক ছবিগুলোতে দেখা যাবে তাঁকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English