সার্বভৌম ও প্রশংসা আল্লাহরই
আসমান ও জমিনে যা কিছু আছে তার সবই আল্লাহর তাসবিহ করছে। তিনিই সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং সব প্রশংসাও তাঁরই। তিনি সবকিছু করতে সক্ষম। তিনিই সেই মহান সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্য থেকে কেউ কাফের এবং কেউ মুমিন। তোমরা যা করছ আল্লাহ তা দেখছেন।
(সূরা তাগাবুন : ১-২)