দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিনেমা হলে মুক্তি পেয়েছে চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’। গ্যাল গ্যাডটের অসাধারণ অভিনয় এরইমধ্যে দর্শকের মনে দাগ কেটেছে।
সিনেমাপ্রেমীদের কাছে প্রশংসিত হচ্ছে সিনেমাটি। তবে ‘ওয়ান্ডার ওম্যান’ ভক্তদের জন্য আরো একটি সুখবর হলো খুব দ্রুতই তারা পেতে যাচ্ছে ডিসি ফ্র্যাঞ্চাইজির এই সিনেমার নতুন কিস্তি। আর এই সিক্যুয়েলেও কেন্দ্রীয় চরিত্রে দেখা মিলবে ইজরায়েলি সুন্দরী গ্যাল গ্যাডটের। চলচ্চিত্রটি চিত্রনাট্য ও পরিচালনা করবেন পেটি জেনকিন্স।