বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

ইউক্রেনের ওয়ান্টেড তালিকায় সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউর ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ পরিষদ রাশিয়া’স সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের। গত মার্চ মাসেই এ তালিকায় নাম উঠেছে তার।

ইউক্রেনের সরকারি গোয়েন্দা সংস্থা এসবিইউয়ের কর্মকর্তারা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। বার বার ইউক্রেনের ভৌগলিক অখণ্ডতাকে অবমূল্যায়ন করা এবং রাশিয়া-ইউক্রেন সীমান্ত অঞ্চল দখলে সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার কারণেই তার নাম ওয়ান্টেড তালিকায় উঠেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
সোমবার একটি বিবৃতি দিয়েছে এসবিইউ। সেখানে মেদভেদেভ সম্পর্কে বলা হয়েছে, ‘ইউক্রেনের নিরাপত্তা বাহিনী নিশ্চিত করছে যে, রাশিয়া’স সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান ও সেই আগ্রাসী রাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে ‘ওয়ান্টেড’ হিসেবে ঘোষণা করা হয়েছে। গত মার্চ মাসেই তার নাম ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এই তালিকায় আরও যাদের নাম রয়েছে, তারা হলেন— রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার চেয়ারম্যান ভিয়াচেস্লাভ ভলোদিন, পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের চেয়ারপারসন ভ্যালেন্তিনা মাতভিয়েঙ্কো এবং রাশিয়া’স সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাত্রুশেভ।

‘ইউক্রেনে রুশ বাহিনীর যে অভিযান চলছে, তাকে আরও তীব্র করে তুলতে শুরু থেকেই এই ব্যক্তিরা নির্দেশনা দিয়ে আসছেন,’ উল্লেখ করা হয় এসবিইউর বিবৃতিতে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একান্ত বিশ্বাসভাজন হিসেবে পরিচিত মেদভেদেভ পুতিনের অনুমোদন সাপেক্ষে ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তার আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

২০১২ সালে প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পর আরও প্রায় ৮ রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন দিমিত্রি মেদভেদেভ। পরে ২০২০ সালে তাকে রাশিয়া’স সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান হিসেবে নিয়োগ দেন পুতিন।

সংবিধান অনুযায়ী, রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত সর্বোচ্চ এই সংস্থার প্রধান ভ্লাদিমির পুতিন। তবে তিনি আলঙ্করিক প্রধান।

রাশিয়ার প্রেসিডেন্ট থাকালে মধ্যমপন্থা ও ইউরোপের প্রতি উদারনীতির কারণে পশ্চিমা বিভিন্ন দেশের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন মেদভেদেভ। কিন্তু সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান হওয়ার পর তার এ নীতিতে পরিবর্তন আসে। বিশেষ করে সাম্প্রতিক ইউক্রেন ইস্যুতে সবচেয়ে কট্টরপন্থী রুশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যেই পরিচিতি পেয়েছেন দিমিত্রি মেদভেদেভ।

তবে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এতদিন পর কেন এই ওয়ান্টেড তালিকা প্রকাশ করল, কিংবা কেন আরও আগে প্রকাশ করা হলো না— সে ব্যাপারটি পরিষ্কার নয় বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে এএফপি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English