সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

ইতালিতে ফিচার ফিল্ম জুড়ি অ্যাওয়ার্ড জিতলো মায়ার জঞ্জাল

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

ইতালিতে ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জিতলো বাংলাদেশ- ভারত যৌথ প্রযোজনার ছবি মায়ার জঞ্জাল। রোমে অনুষ্টিত এশিয়াটিকা ফিল্ম ফেস্টিবালের ২১ তম আসরের প্রতিযোগিতা বিভাগ এনকাউন্টার উইথ এশিয়ান সিনেমার অফিসিয়াল সিলেকশনের ৮ টি ছবির মধ্য থেকে এ পুরস্কার জিতে নেয় ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ও জসীম আহমেদ প্রযোজিত বছরের আলোচিত চলচ্চিত্রটি।

উৎসবটি শুরু হয় গত ১৮ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর পুরস্কার ঘোষণার মাধ্যমে শেষ হয় এশিয়ান সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ইউরোপিয় উৎসবটি। করোনা মহামারীর কারণে এ বছর অনলাইন স্ক্রিনিং এর মাধ্যমে দেখানো হয় আমন্ত্রীত ছবিগুলো।

এর আগে মায়ার জঞ্জাল সাংহাই আন্তার্জাতিক চলচ্চিত্র উৎসব, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, জগজা নেটপেক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নেয়। সাংহাই উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট এওয়ার্ডের জন্য মনোনিত হলেও মহামারীর কারণে অ্যাওয়ার্ড অনুষ্টান এ বছর বাদ দেয়া হয়।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় ছবির প্রয়াজক জসীম আহমেদ বলেন, আমাদের ছবির জন্য এটা প্রথম আন্তর্জাতিক পুরস্কার। এই অস্তির, এবং খারাপ সময়ে এটা বেশ স্বস্তির। এশিয়ান সিনেমার একটি গুরুত্বপূর্ণ ইউরোপিয় উৎসব থেকে এমন স্বীকৃতি প্রেরণাদায়ক। পরিচালক, অভিনেতা সহ টিমের সকলকে আমি অভিনন্দন জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই উৎসব কতৃপক্ষকে আমাদের সম্মানিত করার জন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English