শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে সাইপ্রাস, আন্তর্জাতিক সাহায্যের আবেদন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন
​দাবানল

ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ভূমধ্যসাগরীয় দ্বীপ সাইপ্রাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে দেশটি। এ সংবাদ জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সাইপ্রাস সরকার জানিয়েছে, দেশটির লিমোসল জেলায় দাবানলের কারণে কয়েকটি গ্রাম খালি করতে হয়েছে। লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকায় বেশকিছু স্থাপনা ধ্বংস হয়েছে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দাবানলের আগুন নেভাতে হেলিকপ্টার ও উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। দাবানল মোকাবিলায় সাইপ্রাস সরকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইসরায়েলের কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে। এরই মধ্যে ইসরায়েল ও গ্রিস অবশ্য সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইইউ জানিয়েছে, সহযোগিতা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রায় এক সপ্তাহ ধরে সাইপ্রাসে তীব্র দাবদাহ চলছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। দাবদাহের পাশাপাশি ঝোড়ো বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ছে।

দেশটির প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াডেস একে সাইপ্রাসের জনগণের জন্য কঠিন সময় অ্যাখা দিয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে ব্রিটেনেও বিমান পাঠাতে যাচ্ছে। শুধু সাইপ্রাসেই নয় ইউরোপসহ যুক্তরাষ্ট্র, কানাডাতেও তাপদাহের পাশাপাশি দাবানল দেখা দিয়েছে। এমন পরিস্থিতির জন্য বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। সূত্র : বিবিসি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English