শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ইরাক-কুয়েত সীমান্তে মার্কিন বহরে হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

ইরাকে মার্কিন সামরিক বহরে হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে কুয়েত সীমান্তের কাছে ওই হামলা করেছে সশস্ত্র শিয়া সংগঠন আশাব আল-কাফ।

ইরাক ও কুয়েত দুই দেশই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। তবে ওই হামলার দায় স্বীকার করে ১১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে শিয়া ওই সংগঠনটি। খবর আরব নিউজের।

সামরিক বহরটি মার্কিন বাহিনীর রসদ সরবরাহ করছিল বলে জানা গেছে। তবে এতে কতজন হতাহত হয়েছেন, এ ব্যাপারে কিছুই জানায়নি ইরাকে অবস্থান করা মার্কিন সামরিক জোট।

সোমবার রাতে জারাইসচান এলাকায় ইরাক-কুয়েত সীমান্তে মার্কিন বহরে বোমা হামলা চালানো হয়।

এ হামলার জন্য নবগঠিত ইরাকের সশস্ত্র শিয়া সংগঠন আশাব আল কাফকে দায়ী করেছে মার্কিন বাহিনী। মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেছে, এ বিষয়ে তদন্ত শুরু করেছে মার্কিন জোট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English