ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের এই হামলায় চালানো হয়।
এই হামলা এমন সময় চালানো হলো যখন ইরাক এবং আফগানিস্তান থেকে আরো সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছেন ট্রাম্প।
ইরাকের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশটির সরকারি ভবন এবং কূটনৈতিক এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে রকেট হামলা চালানো হয়েছে। বাগদাদদের আল-আলফ দার জেলা থেকে রকেট হামলা করা হয়েছে।
তবে ওই বিবৃতিতে হতাহতের খবর নিশ্চিত করা হয়নি। নাম প্রকাশ না করার শর্তে ইরাকি কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ওই হামলায় কমপক্ষে দু’জন ইরাকি নিরাপত্তা কর্মকর্তা আহত হয়েছেন।
এদিকে গ্রিন জোন ছাড়াও বাগদাদের বিভিন্ন এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে আরো তিনটি রকেট হামলার ঘটনা ঘটেছে। এই হামলার এক কন্যা শিশু নিহত এবং পাঁচজন আহত হয়েছেন