সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

ইরান আতঙ্কে যুদ্ধজাহাজ ফিরিয়ে নিচ্ছে না যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

পারস্য উপসাগর থেকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজকে ফিরিয়ে নেয়া হচ্ছে না। রণতরীটি দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেছে ট্রাম্প প্রশাসন।

ইরানের সাম্প্রতিক হুমকি মোকাবেলায় এটি আগের অবস্থানেই থাকবে বলে রোববার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর আল জাজিরার।

প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার সি মিলারের নতুন বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক হুমকির ফলে রণতরীটি আগের জায়গাতেই রাখার ব্যাপারে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

গত ৩১ ডিসেম্বর এক বিবৃতিতে এটিকে দেশে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

গত ১৮ সেপ্টেম্বর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটজের নেতৃত্বে মার্কিন নৌবহরটি পারস্য উপসাগরে প্রবেশ করে।

প্রথম থেকেই মার্কিন নৌবহরের সার্বিক তৎপরতা পর্যবেক্ষণ করেছে ইরানের ড্রোন বহর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English