ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাতের চুক্তির অংশ হিসেবে আগামী সোমবার থেকে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। ইসরাইলের এল আল এয়ার লাইন্স সর্বপ্রথম তেল আবিব থেকে আবু ধাবির উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা করবে বলে নিশ্চিত করেছে ইসরাইলি এয়ারপোর্ট কর্তৃপক্ষ।
ইসরাইলি এয়ারপোর্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটের দেয়া তথ্যমতে, তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দর থেকে আমিরাতের রাজধানী আবু ধাবিতে নির্ধারিত ফ্লাইটি যাবে।
এ ফ্লাইটে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে কর্মকর্তারা আরব আমিরাতের সাথে ইসরাইলের চুক্তির বিষয়ে আলোচনা করতে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে রয়টার্স একটি বিমান চলাচল সূত্রে জানায়, ইসরাইলের এল আল ও ইসরায়ার দুটি বিমান সংস্থা এই ফ্লাইট পরিচালনার জন্য আবেদন জানিয়েছে।
অনলাইনে এই ফ্লাইটটি “এলওয়াই৯৭১” দেখাচ্ছে, যা সম্ভবত আরব আমিরাতের কান্ট্রি কোড যা ৯৭১।
ইসরাইল ও আরব আমিরাতের মধ্যে সরকারিভাবে বিমান যোগাযোগ নেই এবং এটাও নিশ্চিত নয় যে ফ্লাইটের সময় কমানোর জন্য বিমানটি সৌদি আরবের উপর দিয়ে যাবে কি না, যেহেতু ইসরাইলের সাথে সৌদি আরবের কোন চুক্তি হয়নি।
যুক্তরাষ্ট্রের একটি সরকারি সূত্র নিশ্চিত করেছে যে ৩১ আগস্ট স্থানীয় সময় সকাল ১০টায় প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার এল আল ফ্লাইটে তেল আবিব থেকে যাত্রা শুরু করবেন।
ফ্লাইট রুট ও অবতরণের সঠিক সময় এখনো জানা যায়নি বলে নিশ্চিত করেছে মার্কিন সূত্র।
ইসরাইল ও আরব আমিরাত আনুষ্ঠানিক চুক্তির আগে দুই দেশ দূতাবাস স্থাপন, বাণিজ্য ও ভ্রমণ বিষয়ে আলোচনা শুরু করেছে।