শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

ইসরায়েলের হামলায় ক্ষেপে গিয়ে ইউরেনিয়াম মজুদ বাড়াচ্ছে ইরান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১১৫ জন নিউজটি পড়েছেন
ইসরায়েলের হামলায় ক্ষেপে গিয়ে ইউরেনিয়াম মজুদ বাড়াচ্ছে ইরান

নিজেদের প্রধান পরমাণু কেন্দ্রে ইসরায়েলের সাইবার হামলার পর ইউরেনিয়াম মজুদ তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান।

ইরান জানায়, গত রোববার নাতাঞ্জ নিউক্লিয়ার কমপ্লেক্সে সাইবার হামলা চালায় ইসরায়েল। এর ফলে কেন্দ্রটির বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। তারই প্রতিশোধ নিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তিনগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান।

যদিও যুক্তরাষ্ট্রের অনবরত নিষেধাজ্ঞার মুখে পড়ে আগেই পরমাণু চুক্তির তোয়াক্কা না করে ২০ শতাংশ ইউরেনিয়াম মজুদ করার ঘোষণা দিয়েছিল ইরান। এখন তা বাড়িয়ে ৬০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইউরেনিয়াম মজুদের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে ইরানের পক্ষে পরমাণু বোমা বানানো অনেক সহজ হয়ে যাবে। এর প্রতিক্রিয়া ২০১৫ সালের পরমাণু চুক্তিতেও পড়তে বাধ্য। ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছিল।

বাইডেন ক্ষমতায় আসার পর এই চুক্তি নিয়ে আগ্রহ দেখিয়েছেন। এখন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনাও চলছে।

ঠিক এ সময়েই পরমাণু কেন্দ্রে সাইবার হানা ও তারপর ইরানের এই সিদ্ধান্তের পর চুক্তি নিয়ে আলোচনা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ইসরায়েল অবশ্য রোববারের সাইবার হানার দায় স্বীকার করেনি। তবে তারা ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধী। আর ইরানের অভিযোগ, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ করতেই ইসরায়েল এই কাজ করেছে।

ইরানের অবশ্য দাবি, তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য। তারা এখনো সেই দাবি থেকে সরে আসছে না। সূত্র : ডয়চে ভেলে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English