শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

ইসির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৫০ জন নিউজটি পড়েছেন

নির্বাচন কমিশনের (ইসি) সাক্ষাৎ করতে আজ বুধবার নির্বাচন ভবনে যাচ্ছে আওয়ামী লীগ। বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল ইসিতে আসবে। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০ নামে নতুন একটি আইন প্রণয়নে হাত দিয়েছে নির্বাচন কমিশন। এক্ষেত্রে দলগুলোকে মতামত দিতে গত ৭ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। তবে আওয়ামী লীগ সময় চাইলে সেটা ৩১ জুলাই পর্যন্ত বাড়ায় ইসি।

আসাদুজ্জামান জানান, এ বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। সে বিষয়টি নিয়েও আলোচনা করতে পারে দলটি।

নতুন দল নিবন্ধন আইনের খসড়ায় বেশকিছু শর্ত কঠোর এবং কোনোটা শিথিল করার প্রস্তাব করা হয়েছে। এ নিয়েই মতামত চেয়েছে ইসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English