শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন

ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়: কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ২ আগস্ট, ২০২০
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

তিনি বলেন, ‘ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়। এটাই আজকের প্রত্যাশা। ’

শনিবার সকালে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের মুখে হাসি ফোটাতে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। ঈদের এই সময় তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা দোয়া করবেন যেন, সবাইকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা সুস্থতার সঙ্গে দেশকে সমৃদ্ধির সোনালি দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন। ’

তিনি আরও বলেন, ‘যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন, তাদের সবাইকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। ’

এরপর করোনার বিরুদ্ধে লড়াইয়ে যেসব ফ্রন্টলাইনার প্রাণ হারিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন কাদের।

এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদের ছুটিতে ঘরমুখো যাত্রীদের ভোগান্তির বিষয় তুলে ধরেন মন্ত্রী। তিনি ভুক্তোভোগীদের প্রতি দুঃখ প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English