উবারের সাবেক প্রধান সিকিউরিটি অফিসার জোসেফ সুলিভানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিচারের কার্যক্রমে বাধা দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।
৫২ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে ২০১৬ সালে উবারের তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। এতে প্রায় ৫৭ মিলিয়ন উবার চালক ও যাত্রীদের তথ্য উন্মুক্ত হয়েছে। একটি হ্যাকার গ্রুপ তাদের চুরি করা ডাটা মুছে ফেলতে মুক্তিপণ হিসেবে ১ লাখ মার্কিন ডলার দাবি করেছিল। তথ্য উন্মুক্ত হওয়ার বিষয়টি প্রকাশিত হওয়ায় ২০১৭ সালে সুলিভানকে উবার থেকে বরখাস্ত করা হয়েছিল।
মার্কিন আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, সুলিভান তার দায়িত্ব নিয়েছিলেন ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) হ্যাক সম্পর্কে সন্ধান করা থেকে বিরত থাকবে। তার বিরুদ্ধে ১ লাখ মার্কিন ডলার হ্যাকারদেরকে প্রদান করার অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে, তথ্য প্রকাশ করবে না এমন চুক্তিপত্রে হ্যাকারদের স্বাক্ষর করতে বলেন এবং উবারকে জানান তাদের কোনো তথ্য চুরি হয়নি। সুলিভানের একজন মুখপাত্র বলেছেন যে, তিনি সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। সুলিভান ও তার দলের জন্য এ প্রচেষ্টা সম্ভব হয়েছে, তা না হলে কখনওই দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হতো না।
সুলিভান বর্তমানে সাইবার সিকিউরিটি ফার্ম ক্লাউডফ্লেয়ারের প্রধান তথ্য সুরক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাল করছেন।
উবারের চিফ এক্সিকিউটিভ দারা খশরুশাহি ২০১৭ সালে ডাটা লঙ্ঘনের বিষয়টি প্রথম প্রকাশ করেছিলেন। এ বিষয়ে সুলেভান বলছে বলছে যে, তিনি কোনো ভুল করেননি। তিনি শুধু উবারের সিস্টেমে বাগ ত্রুটি খুঁজে বের করতে চেষ্টা করেছিলেন এবং এর প্রতিদান হিসেবে অর্থ প্রদান করেছিলেন।