রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

এই চার মাস খুব মানসিক চাপে ছিলাম : তামিম

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

দীর্ঘ প্রায় ৫ মাস পর মাঠে ফিরেছেন তামিম ইকবাল। দেশসেরা ওপেনার গতকালের পর আজও মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন করেছেন। মাঠে ফিরতে পেরে আর সব খেলোয়াড়ের মতো তামিম ইকবালও খুশি। মাসের পর মাস ঘরবন্দি থাকাটা তামিমের জন্য খুব কঠিন ছিল। নিজের ও পরিবারের সবার জন্য মানসিক দুশ্চিন্তাতেও ভূগেছেন। আজ অনুশীলন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা শেয়ার করেন দেশসেরা ওপেনার।

তামিম বলেন, ‘এই তিন-চার মাস অনেক কঠিন ছিল। হয়তো আমরা বাসায় ছিলাম, পরিবারের সঙ্গে ছিলাম, মানসিক একটা মানসিক চাপের মধ্য দিয়ে গিয়েছি। বাসা থেকে বের হতে পারছিলাম না। সাধারণ একটা সফর থেকে ফিরে ৭-৮ দিনের একটা ছুটি পাই। আমরা অনেক জায়গায় যেতে পারি বা অনেক কিছু করতে পারি। এই চার মাস অন্যরকম ছিল। স্বাস্থ্যের ব্যাপারে পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা ছিল। অবশেষে আমরা যেটা করতে পছন্দ করি, সেই খেলাধুলা করতে পারছি। এটা অনেক ভালো ব্যাপার।’

করোনাকালের শুরুতে দেশ-বিদেশের তারকা ক্রিকেটারদের নিয়ে লাইভ অনুষ্ঠান করে হইচই ফেলে দিয়েছিলেন তামিম। পাশাপাশি ফিটনেসের কাজও চালিয়ে গেছেন। তামিমের ভাষায়, ‘এই চার মাসে বিসিবি আমাদের কিছু সেশন ঠিক করে দিয়েছিল। মানসিকভাবে যেন আমরা ভালো অবস্থায় থাকি। ব্যক্তিগতভাবে আমিও দুই-তিনটা সেশন করেছি। এসব আমাকে ভালো সহায়তা করেছে। কিন্তু যেটা বলেছি এই চার মাস কোনোভাবেই সহজ ছিল না। আমাদের নিশ্চিত করতে হবে যে এখান থেকে বের হয়ে যত তাড়াতাড়ি স্বাভাবিক হতে পারি। সামনে আমাদের বড় একটা সফর আছে। আমি বিশ্বাস করি যে আমাদের ভালো সুযোগ আছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English