শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

এইচপি দলের শ্রীলঙ্কা সফর নিয়ে ভাবছে বিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪২ জন নিউজটি পড়েছেন

নভেল করোনা ভাইরাসের প্রকোপে গত মার্চ থেকে বন্ধ বাংলাদেশের ক্রিকেট। দীর্ঘ বিরতির পর অনুশীলনে ফিরেছেন কয়েকজন ক্রিকেটার। বয়সভিত্তিক দলগুলো নিয়েও বিভিন্ন পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সে হিসেবে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের সম্ভাব্য শ্রীলঙ্কা সফর নিয়ে বিভিন্ন বিকল্প ভাবছে বিসিবি। সিরিজটির জন্য প্রয়োজনে এইচপি দলকে শ্রীলঙ্কায় পাঠিয়ে প্রস্তুতি ক্যাম্প করানোর কথা ভাবছে বিসিবি।

গতকাল বুধবার এইচপি দলের কার্যক্রম শুরু করা নিয়ে আলোচনার পর সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন, এইচপি কমিটির চেয়ারম্যান ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান।

নাঈমুর বলেন, ‘কোনো কিছুই আগের মতো নেই। চাইলেই শুরু করার ব্যাপারটা এখন আর আমাদের হাতে নেই। তারপরও আমাদের প্রোগ্রাম কীভাবে শুরু করা যায়, একাডেমিতে যদি ট্রেনিং ক্যাম্প শুরু করি, সেখানে খেলোয়াড়দের থাকা, খাওয়া, স্বাস্থ্যবিধি, এসবের ব্যাপারে বর্তমান পরিস্থিতির সঙ্গে মানানসই করে চিন্তা করতে হচ্ছে। এগুলো নিশ্চিত করা নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। সেগুলো যখন আবার আসবে, আমরা আবার বসব এই প্রস্তাবগুলো নিয়ে।’

নাঈমুর আরো বলেন, ‘শ্রীলঙ্কায় যদি আমরা যাই, সেখানে ম্যাচ খেলব, ট্রেনিং করব। তার আগেও তো আমাদের একটা প্রস্তুতি দরকার। সেটা তো এখান থেকেই শুরু করতে হবে। এটার সঙ্গে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে। সেটাও মাথায় আছে। (প্রস্তুতি ক্যাম্প) এখানেও হতে পারে, শ্রীলঙ্কাতেও হতে পারে। দুই জায়গায়ই হতে পারে। সেটাও আমাদের মাথায় আছে। এসব নিয়ে আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার সঙ্গেও আমরা যোগাযোগ করব, তারা কীভাবে আয়োজন করতে পারে।’

সেইসঙ্গে কোচ নিয়োগের বিষয়টিও দেখছেন নাঈমুর, ‘এখানে হেড কোচ নিয়োগের ব্যাপার আছে। যারা আগ্রহ প্রকাশ করেছেন, তাদের সংক্ষিপ্ত তালিকা আমরা করেছি। তাদের সঙ্গে আবার যোগাযোগ করে খোঁজ নিচ্ছি। কারণ অনেকেই আগ্রহ প্রকাশ করেছিলেন করোনাভাইরাসজনিত মহামারির আগে। তাদের মনোভাব পরিবর্তন হয়েছে কি না, আবার নতুন করে জানতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English