বলিউডে করোনার হানা পড়েছে অনেক আগেই। আর দিন দিন পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। একের পর এক তারকারা করোনায় আক্রান্ত হচ্ছেন।
অবশ্য গোটা ভারতজুড়েই করোনা পরিস্থিতি ভয়াবহতার দিকেই এগোচ্ছে। সেই আঁচ পড়েছে বলিউডেও।
এবার মহামারী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা অর্জুন কাপুর। একই দিনে আক্রান্ত হয়েছেন তার প্রেমিকা মালাইকা অরোরাও।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসকে বলিউডের ‘মুন্নি’খ্যাত আইটেমগার্ল মালাইকরার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন তার বোন আমিত্রা অরোরা।
তিনি বলেন, রোববার বিকালে আমার বোন মালাইকার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সে এখন সেলফ আইসোলেশনে রয়েছেন। তার সঙ্গে আমরা সবাই সামাজিক দূরত্ব মেনে চলছি। বাসাতেই চিকিৎসা চলছে তার।
এদিকে নিজের করোনা আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অর্জুন নিজেই।
রোববার দুপুরে ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে অর্জুন লিখেছেন– ‘আমি মনে করি, আপনাদের সবাইকে জানানো আমার দায়িত্ব। আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমি সুস্থ আছি। কোনো উপসর্গও নেই। আমি বাড়িতেই আইসোলেশনে রয়েছি। চিকিত্সকদের পরামর্শ মেনে চলছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব কথা মানছি। আপনাদের সমর্থনের জন্য সবাইকে আগাম ধন্যবাদ। আমি কথা দিচ্ছি, নিজের স্বাস্থ্য সম্পর্কে আগামী কয়েক দিনে আবার আপডেট দেব। এটি একটি কঠিন সময়। তবে মানবতার ওপর আমার বিশ্বাস রয়েছে। আমরা এ লড়াইয়ে জয়ী হবই।’া