বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন

একই ধরনের গল্প ও চরিত্রে কাজের আগ্রহ পাই না -তাহসান

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৪৮ জন নিউজটি পড়েছেন
তাহসান

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান। এরইমধ্যে ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় অনেক গান উপহার দিয়েছেন তিনি। গানের পাশাপাশি অভিনেতা হিসেবেও শুরু থেকেই সফল তিনি। বিভিন্ন ব্রান্ডের মডেল ও শুভেচ্ছাদূত হিসেবেও সমাদৃত এ তারকা। মেধার স্বাক্ষর রেখেছেন উপস্থাপনাতেও। নাটকের বাইরে চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এদিকে গেলো ঈদে তাহসান অভিনীত হাফ ডজনেরও বেশি নাটক প্রচার হয়েছে। এরমধ্যে ‘মায়ের ডাক’, ‘হোম পলিটিক্স’, ‘প্রিয় আদনান’, ‘মোক্ষ’ নাটকগুলো প্রশংসিত হয়েছে।
এসব নাটকে তাহসান নিজেকে ভেঙেছেন। এক এক নাটকে এক এক চরিত্রে কাজ করেছেন। কাজটি করা নিশ্চয়ই বেশ কঠিন? তাহসান উত্তরে বলেন, কঠিন কিংবা সহজের হিসেবে আসলে যাই না। তবে অভিনেতা হিসেবে একই ধরনের গল্প ও চরিত্রে কাজের আগ্রহ পাই না। দর্শকদের নিশ্চয়ই একজন শিল্পীর প্রতি প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশাটা পূরণ করা উচিত। তাছাড়া শিল্পী হিসেবে আমারও ভালো লাগার জায়গা আছে। চরিত্র-গল্প আলাদা ও ইন্টারেস্টিং হলেই কেবল নাটকে কাজ করছি। সেদিক থেকে গেলো ঈদে বেশ কিছু আলাদা ধরনের গল্পে কাজ করেছি। এগুলো দেখেই নিশ্চয়ই দর্শক বুঝেছেন। নতুন কি আসছে সামনে? উত্তরে তাহসান বলেন, নতুন কিছু স্ক্রিপ্ট আমার হাতে আছে। সেগুলো পড়েই সিদ্ধান্ত নেবো কাজের। তবে যেহুতু করোনা পরিস্থিতি ভালো নয়, সেদিক থেকে বুঝে শুনেই ঠিক করবো কখন কাজ করবো। নাটকের বাইরে কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজও আছে। নতুন চলচ্চিত্রে কি কাজ করা হবে সামনে? উত্তরে তাহসান বলেন, মোস্তফা সরোয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’ এ কাজ করেছি। সামনে মুক্তি পাবে এটি। আরো সিনেমা নিয়ে কথা হচ্ছে। তবে পাকাপাকি হয়নি। সিনেমাও সব কিছু ব্যাটে বলে মিললেই কেবল করবো। আর গানের কি অবস্থা? এ তারকা বলেন, আমি যখনই সময় পাই তখনই স্টুডিওতে নতুন গান নিয়ে বসছি। তবে দিন তারিখ নির্ধারণ করে গান প্রকাশ করছি না। গানের কাজ চলছে। যখন মনে হবে সময় হয়েছে তখনই প্রকাশ করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English