ঝিনাইদহের কালীগঞ্জে একদিনে একই গ্রামের তিনটি বাল্যবিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এক মেয়ের মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বড়ডাউটি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, গোপন সংবাদ পেয়ে উপজেলার বড়ডাউটি গ্রামে গিয়ে দেখি ১৬ বছরের এক মেয়ের বিয়ের আয়োজন চলছে। এ সময় মেয়ের মাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা নেয়া হয়।
এছাড়াও একই এলাকায় আরও দুটি বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল তাদের বাড়িতে গিয়ে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য সতর্ক করা হয়।