করোনায় একদিনে সর্বোচ্চ ৮০ হাজার ৯২ জন শনাক্তের মধ্যে দিয়ে রেকর্ড গড়লো ভারত। দেশটিতে দুই সপ্তাহ ধরেই উর্ধ্বমুখি সংক্রমণ। সবমিলে দেশটিতে আক্রান্ত ৩৬ লাখ ছাড়িয়েছে। সংক্রমণে বিশ্বে তৃতীয় অবস্থানে থাকা ভারতে প্রাণহানি ৬৩ হাজারেরও বেশি।
বিশ্বজুড়ে আক্রান্ত ২ কোটি ৫১ হাজার; প্রাণহানি ৮ লাখ ৪৫ হাজার; সুস্থ হয়েছেন ১ কোটি ৬৫ লাখ।
সংক্রমণ অনেকটাই কমের দিকে সৌদি আরবে। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত ৯১০, সবমিলে আক্রান্ত ৩ লাখ ১৪ হাজার। মারা গেছেন আরও ৩০ জন, এ নিয়ে প্রাণহানি ৩ হাজার ৮শ। ব্রাজিলে একদিনে ৪১ হাজার, মেক্সিকোতে আরও ৪ হাজার, ফ্রান্সে ৫ হাজার ৪শ১৩, তুরস্কে ১,৪৮২, যুক্তরাজ্যে ১ হাজার ৭শ, রাশিয়ায় ৪ হাজার , ইন্দোনেশিয়ায় ২ হাজার ৮শ এবং পাকিস্তানে ২৬৪ জন কোভিড১৯ রোগী শনাক্ত হয়েছে।