রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

এপ্রিলে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন

কোভিডের কারণে এবং কোয়ারেন্টিন ইস্যুতে মতপার্থক্য হওয়ায় দফায় দফায় পিছিয়ে অবশেষে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ হতে যাচ্ছে। শ্রীলঙ্কার মাটিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারণ হওয়ায় এই সিরিজ কোনো প্রভাব ফেলবে না। এই লক্ষ্যে আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা।

এই সফর উপলক্ষে কোয়ারেন্টিন আইনও শিথিল করেছে লঙ্কান বোর্ড। টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে আসবে টাইগাররা। সেইসঙ্গে লঙ্কান দলও আসবে বাংলাদেশে তিনটি ওয়ানডে খেলতে। আগামী ২০ মে বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ওয়ানডে দল। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। দুই দেশই ফাঁকা সময় পাওয়ায় টেস্ট সিরিজের পাশাপশি ওয়ানডে সিরিজও আলোর মুখ দেখছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, এশিয়া কাপ ফের স্থগিত হলে ঐ সময়ে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেট, যেখানে অংশ নেবেন জাতীয় দলের ক্রিকেটাররাও। শ্রীলঙ্কা সিরিজ নিয়ে তিনি বলেন, ‘১২ এপ্রিল শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ দল। মে মাসের ৩য় সপ্তাহে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে, ঢাকায় তিনটি ওয়ানডে খেলবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English