চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতলো আর্সেনাল। শনিবার রাতে লন্ডনের দর্শকশূন্য ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চেলসিকে ২-১ গোলে হারিয়ে চতুর্দশতম বার এফএ কাপের শিরোপা ঘরে তুলেছে আর্সেনাল।
ম্যাচের পঞ্চম মিনিটেই ক্রিস্টিয়ান পুলিসিকের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু ২৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে সমতায় ফেরান পিয়েরে এমরিক আউবেমেয়াং।
বিরতির পর ৬৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন আউবেমেয়াং। তাতে আর্সেনাল এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ৭৩ মিনিটে চেলসির মাতেও কোভাসিস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। তাতে ২-১ গোলের জয়ে এফএ কাপের ১৪তম শিরোপা জয় নিশ্চিত হয় আর্সেনালের।
সেমি ফাইনালের পর ফাইনালেও জোড়া গোল করেছেন পিয়েরে এমেরিক আউবেমেয়াং। চেলসির পক্ষে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ানো পুলিসিচ।
২০১৭ সালে চেলসিকে হারিয়েই সর্বোচ্চ ১৩তম বারের মতো এফএ কাপ জয়ের রেকর্ড গড়েছিল আর্সেনাল।