শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

এরদোগানের প্রাসাদে যাওয়ায় আমির খানকে বয়কটের ডাক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৫৫ জন নিউজটি পড়েছেন

ভারতের স্বাধীনতা দিবসের দিনে তুরস্কের ইস্তাম্বুলে এরদোগানের প্রাসাদ ঘুরে এলেন বলিউড সুপারস্টার আমির খান।

এদিন এরদোগানপত্নী তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগানের আতিথেয়তা গ্রহণ করেন আমির।

বিষয়টিকে মোটেই ভালোভাবে নেয়নি ভারতীয়রা; রীতিমতো চটেছেন তারা। সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা। টুইটারে অভিনেতাকে বয়কট করার ডাকও দিয়েছে নেটিজেনদের একাংশ।

কেউ কেউ বলছেন, আমির খান এখন আর ভারতের জন্য নিরাপদ নন।

ভারতীয় নেটিজেনদের অভিযোগ, ভারতের বন্ধুরাষ্ট্র ইসরাইলের বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে গেলেও তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে খোশগল্পে মজেছেন আমির। ভারতবিরোধী তুরস্ককে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান। সেই কারণে তুরস্কের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক সুখকর নয়।

প্রসঙ্গত, নিজের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’র শুটিং করতে তুরস্কে অবস্থান করছেন আমির খান। সিনেমাটি অস্কারজয়ী হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’ -এর রিমেক। সিনেমাটির বেশ কিছু শুটিং নিগদে, আদানা ও ইস্তাম্বুলসহ তুরস্কের বেশ কয়েকটি রাজ্যে ধারণ করা হবে।

এ খবরে বেজায় খুশি এমিনি এরদোগান। আমির খানের সঙ্গে সাক্ষাতের পরই এমিনি এরদোগান তিনটি ছবি টুইট করে লেখেন- “বিশ্ব বিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আমির খানের সঙ্গে দেখা করে আমি আপ্লুত। জেনে খুব খুশি হলাম যে, তার নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’র বাকি অংশের শুটিং তুরস্কের বিভিন্ন প্রান্তে করার সিদ্ধান্ত নিয়েছেন।”

রোববার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, করোনার কারণে আমির খানের শুটিং আপাতত বন্ধ আছে। তাই শনিবার ইস্তাম্বুলে প্রেসিডেন্ট প্রাসাদ হুবের ম্যানসনে আমির খানকে অভ্যর্থনা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানপত্নী এমিনি এরদোগান।

এ সময় এমিনি এরদোগানের সঙ্গে আমির সামাজিক দায়বদ্ধতার নানা প্রকল্প, মানবিক সহায়তা কার্যক্রম, সাংস্কৃতিক বন্ধন, দুই দেশের রসনা-বিলাস নিয়ে কথা বলেন। এছাড়া শুটিং শুরু হলে সেটে তুর্কি ফার্স্ট লেডিকে আমন্ত্রণ জানান আমির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English