রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

এসআইয়ের কোটিপতি স্ত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
এসআইয়ের কোটিপতি স্ত্রী কারাগারে

অবৈধ উপায়ে সম্পদ উপার্জন ও মানি লন্ডারিং মামলায় সিআইডির উপ-পরিদর্শক (এসআই) নওয়াব আলীর কোটিপতি স্ত্রী গোলজার বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন গোলজার। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোলজার বেগম নগরের খুলশী থানাধীন লালখান বাজার চানমারি এলাকার বাসিন্দা। তিনি মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক। তার স্বামী নওয়াব আলী ঢাকায় সিআইডির এসআই পদে কর্মরত।

আদালত সূত্রে জানা যায়, ১ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার টাকা অবৈধভাবে উপার্জন করে স্ত্রীর নামে আয় দেখান এসআই নওয়াব আলী। দুদক তদন্তে নেমে তার বিরুদ্ধে অবৈধ উপার্জনের সত্যতা পান। গত ২০১৯ সালের ৯ অক্টোবর দুদকে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ৭ অক্টোবর নওয়াব আলী, তার স্ত্রী গোলজার বেগম, কর অঞ্চল-১ চট্টগ্রামের অতিরিক্ত সহকারী কর কমিশনার বাহার উদ্দিন চৌধুরী ও কর পরিদর্শক দীপংকর ঘোষকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আদালত অভিযোগপত্র গ্রহণ করে গত ২২ ফেব্রুয়ারি চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গোলজার বেগম ছাড়া বাকি তিন আসামি পলাতক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক জানান, আগামী ৬ এপ্রিল পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English