শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ওবামা, বিল গেটসসহ প্রভাবশালীদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

হ্যাকার হানার কবলে পড়লেন বিশ্বের প্রভাবশালী ও ধনকুবেররা। বুধবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, টেসলার সিইও ইলন মাস্ক থেকে অ্যামাজন কর্তা জেফ বেজোসেসহ বিশ্বের এই প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয় বলে জানা গেছে ৷ বিটকয়েনে বিনিয়োগের মিথ্যা টোপ দেখিয়ে এদের কয়েকজনের অ্যাকাউন্ট থেকে টুইট ছড়িয়ে দেওয়া হয়েছে বলে জানা যায়৷

জানা গেছে , ইলন মাস্কের টুইটার থেকে যে টুইট ছড়িয়ে দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘আমি বিটিসি পেমেন্ট দ্বিগুণ করে দেব৷ আমাকে এক হাজার ডলার দিতে হবে৷ বিনিয়মে আমি ২ হাজার ডলার ফেরত দেবো৷ পরিবার ও বন্ধুদের একথা জানিয়ে দাও৷ ৩০ মিনিটের জন্য এই অফার দেওয়া রইল৷’

একই টুইট করা হয় বিল গেটসের অ্যাকাউন্ট থেকেও৷ এই টুইটগুলো দেখে হইচই পড়ে যায় টুইটার ব্যবহারকারীদের মধ্যে৷

উল্লেখ্য, জেফ বেজোসের মতো বিশ্বের প্রথম দশ ধনকুবেরদের তালিকায় নাম রয়েছে বিল গেটস এবং ইলন মাস্কেরও৷ মনে করা হচ্ছে, বিটকয়েন কেলেঙ্কারির সঙ্গে এই সাইবার হামলার যোগ রয়েছে৷ ঘটনার পরই টুইটার থেকে বিবৃতি জারি হয়৷ বলা হয়, এসব ভুয়া টুইট৷ প্রভাবশালীদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে৷

এদিকে নিরাপত্তা বেষ্টনি ভেঙে কীভাবে বিশ্বের তাবড় শিল্পপতি, রাজনীতিককদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হলো সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ বিষয়টি নজরে আসার পরই ওই টুইটগুলো মুছে দেওয়া হয়৷ টুইটার জানিয়েছে, বিষয়টি অনুসন্ধান করে তার সমাধান করার চেষ্টা করা হচ্ছে৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English