করোনা ভাইরাসের কারণে পবিত্র ওমরাহ পালন বন্ধ করে সৌদি কর্তৃপক্ষ । দীর্ঘদিন পর গত অক্টোবরে সীমিত পরিসরে ফের শুরু হয় পবিত্র ওমরাহ পালন। তবে ওমরাহ ও ইবাদত করতে গিয়ে কেউই করোনা ভাইরাসে আক্রান্ত হননি।
সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেনের বরাত দিয়ে এমনটি জানিয়েছ দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
জানা গেছে, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫০ লাখ ওমরাহ পালন করেচেন এবং মুসল্লি গ্র্যান্ড মসজিদে ইবাদত করেছেন।
করোনা ভাইরাসের বিস্তার রোধে গত মার্চে ওমরাহ স্থগিত করে সৌদি আরব। পরে সেপ্টেম্বরে দেশটি জানায়, তারা ধাপে ধাপে ওমরাহ চালু করবে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর থেকে সীমিত পরিসরে আবারও ওমরাহ চালু করে দেশটি।