কক্সবাজারে পৃথক ঘটনায় ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ও টেকনাফস্থ ২ বিজিবি শনিবার সকালে পৃথক এই অভিযান চালায়।
আটকরা হলো- টেকনাফ হোয়াইক্যং এলাকার মো. আবদুল করিম (২৩) ও টেকনাফ মহেশখালীয়া পাড়ার মো. হেলাল উদ্দিন (২৬)।
জানা যায়, কক্সবাজারের টেকনাফ থেকে কক্সবাজারমুখী একটি সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ মো. আবদুল করিম নামে একজনকে আটক করেছে। এসময় অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
অপরদিকে টেকনাফ দুই বিজিবি পৃথক একটি অভিযান চালিয়ে টেকনাফ জীম্বংখালীর ৫নং সুইচ গেইট এলাকা থেকে ৬০ হাজার ইয়াবাসহ হেলাল উদ্দিনকে আটক করে।
বিজিবি সূত্র জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দিয়ে টেকনাফ ও উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।