নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় জনপ্রিয় এক অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৫৪৭তম পর্বে কবর জিয়ারতের জন্য কবরস্থানে যাওয়া লাগবে কি না, সে বিষয়ে ই-মেইলে জানতে চেয়েছেন তন্ময়। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : অনেকের মা-বাবার কবর অনেক দূরে। সেক্ষেত্রে কবর জিয়ারতের উদ্দেশে সেখানে যাওয়া লাগবে কি না?
উত্তর : মা-বাবার দোয়া করার জন্য কবরস্থানে যাওয়া শর্ত নয়। ঘরে বসে দোয়া করলে যে কথা, কবরে গিয়ে দোয়া করলেও সেই কথা। দোয়া তো করবেন আল্লাহর কাছে। কবরে যাওয়ার প্রয়োজন হচ্ছে নিজের জন্য, কবর থেকে শিক্ষা নেওয়ার জন্য। যদি কোনো কারণে আপনি কবরের সেই জায়গায় যান, তাহলে আপনি তাদের কবর জিয়ারত করবেন। সেখানে আপনি নিজের অন্তরকে আল্লাহমুখী করতে পারবেন, আখেরাতমুখী করতে পারবেন।