সময়মতো আসতে না পারায় কয়লাভিত্তিক ১০টি বিদ্যুৎ প্রকল্প বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রোববার (২৭ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যে ১৮টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প অনুমোদন পায়, সেগুলোর মধ্যে বাতিল হওয়া ১০টি প্রকল্প রয়েছে। নির্মাণকাজে অগ্রগতি না হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই প্রকল্পগুলো বাতিল করার প্রস্তাব দিয়েছিল। যে প্রস্তাবে সম্প্রতি অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আগামীতে নির্মাণকাজে প্রত্যাশিত অগ্রগতি না হলে এই ধরনের আরও দুই-একটি প্রকল্প বাতিল করা হতে পারে।