যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাসের টিকা ৫০ শতাংশ কার্যকর হতে পারে। এমনকি করোনার টিকা ৯৮ শতাংশ পর্যন্ত কার্যকর হওয়াটা দুর্দান্ত ফল নয় বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকটিয়াস ডিজিসের প্রধান ডা. অ্যান্থনি ফাউসি।
তিনি বলেছেন, আমরা এখনো জানি না যে, কার্যকারিতা কেমন হবে। জানি না এটা ৫০ শতাংশ নাকি ৬০ শতাংশ কাজ করবে। ৭৫ শতাংশ বা তার বেশি কাজ করতে পারে।
তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, স্বাস্থ্য বিষয়ক নীতিমালা কখনো ভুলে গেলে চলবে না। সম্ভবত ৯৮ শতাংশের বেশি কার্যকর টিকা পাওয়া অসম্ভব।
তার মানে করোনাভাইরাস সংক্রমণ থামাতে হলে মানুষে মানুষে শারীরিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিষয়ক নীতিমালা মেনে চলার বিকল্প থাকছে না।
এদিকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ) বলছে, টিকার ব্যাপারে সবুজ সঙ্কেত দেওয়ার আগে সবকিছু বিবেচনা করে দেখা হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫০ লাখ ৯৫ হাজার সাতশ ৪৮ জন এবং মারা গেছে এক লাভ ৬৪ হাজার একশ চারজন।