শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

করোনা নেই যেসব দেশে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু বলে ধারণা করা হয়। এরপর এটি অন্য সব দেশে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ছয় মাস পার হয়ে যাওয়ার পর এখনো বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা। অন্তত ১৮৮টি দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখা, লকডাউন জারিসহ নানা ধরনের পদক্ষেপ নিয়েও করোনা ঠেকাতে পারেনি বহু দেশ।

তবে এখনো কিছু দেশ রয়েছে, যেখানে করোনা পৌঁছায়নি। গণমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে। এগুলো হলো কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নাওরু, উত্তর কোরিয়া, পালাউ, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, তুর্কমিনিস্তান, টুভ্যালু, ভানুয়াতু ও মাইক্রেনেশিয়া অঞ্চল। এর মধ্যে প্রায় সবই ওশেনিয়া মহাদেশে। কেবল তুর্কমিনিস্তান মধ্য এশিয়ার দেশ এবং উত্তর কোরিয়া উত্তর-পূর্ব এশিয়ার দেশ।

জনন হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৪৫ লাখ মানুষ কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৬ লাখেরও বেশি মানুষ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে রোগ নিয়ন্ত্রণ রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৭ হাজার ৫৭৪ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৭৭ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English