শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

করোনা: বরিশালে আরও ৪১ জন আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ১০ আগস্ট, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

বরিশালে নতুন করে আরও ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৬৫৪ জন। একই সময়ে আক্রান্ত ৩১ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ ১ হাজার ৮২৪ জন।

রোববার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী একজন রোগীর তথ্য পাওয়া গেছে। ফলে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা এখন ৪৭ জন।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে বাবুগঞ্জ উপজেলার ২ জন, হিজলা উপজেলার ১ জন, আগৈলঝাড়া উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত অক্সফোর্ড মিশন রোড এলাকার ৪ জন, বৈদ্যপাড়া ও কাশীপুর এলাকার ৩ জন করে ৬ জন, বটতলা, মেডিকেল স্টাফ কোয়ার্টার ও সদর রোড এলাকার ২ জন করে ৬ জন, পুলিশ লাইন রোড, ব্যাপ্টিস্ট মিশন রোড, সাগরদী, সিএন্ডবি রোড, মুসলিম গোরস্থান রোড, মুন্সী গ্যারেজ, নথুল্লাবাদ, রুপাতলী, কালীবাড়ি রোড এলাকার ১ জন করে ৯ জন, বিপিডিবিতে কর্মরত ২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ২ জন, রেঞ্জ পুলিশের ১ জন সদস্য, জেলা পুলিশের ১ জন সদস্য, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন চিকিৎসক ও ৫ জন নার্সসহ মোট ৪১ জন।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ৪১ জন রোগীর অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত জেলার বাবুগঞ্জ উপজেলায় ১০১ জন, সদর উপজেলায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষর্থীসহ ১ হাজার ৯৪৩ জন, উজিরপুর উপজেলায় ১৪৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১০৫ জন, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৪২ জন, হিজলা উপজেলায় ৪৭ জন, বানারীপাড়া উপজেলায় ৫৯ জন, মুলাদী উপজেলায় ৬৪ জন, গৌরনদী উপজেলায় ৮৩ জন, আগৈলঝাড়া উপজেলায় ৬৬ জন করে মোট ২ হাজার ৬৫৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English